কৃষ্ণ পক্ষে বলে রক্ষে হলো সব
চাঁদ কন্যা রক্ত বন্যা মিষ্টি হেসে
যায় চলে যায় দূরে নিরুদ্দেশে
কথার কথায় জাগে অনুভব
ডানে বায়ে চোখ রেখে যাই ফিরে
মতলব বাজ হলে কি করবে
কিছুই করার নেই মিথ্যে হবে
সময় নষ্টের খেলা নদী তীরে
দুর্গম পথের দিকে কেন চলা
রাতদিন একভাবে ক্লান্তহীন
মাথামন্ডু নেই তার হাতে বীণ
বাজাতে সাজাতে ঘর শুধু বলা
এবার হলো না ঠিক তারপর
লড়াই লড়াই নিয়ে এগুবার
মন্ত্রপাঠে ব্যতিব্যস্ত পারাবার
হতে দেরী করা নয় বাজীকর
যতই চালাকি হোক লাভক্ষতি
মিলিয়ে দেখলে বুঝা যাবে কিছু
নাছোড় বান্দা যে ছাড়বে না পিছু
এ কথা সে কথা শেষে উর্ধগতি।