প্রথম আষাঢ়ে বৃষ্টি, মানে একফোঁটা  জল
                   ঠোঁটে পড়তেই ঠোঁটটা নড়ে উঠল ।
      হৃদয়কে চিরে চিরে এক শুন্যতার ক্ষত
                 সৃষ্টি হল ঠোঁটে।
                 আর শুন্যতা ছাড়া তোমাকে কি আছে দেবার – ?
    ভালোবাসতে চাই খুব কাছে টেনে
    ছুঁয়ে শুঁকে অক্লান্ত মৈথুনে।
       ভালোবাসি দেহ হতে নির্গত সন্তান
             যার শরীরে আমার রক্ত যার ঘামে
                আমার লবণ।
    কিন্তু বড়ই সংকীর্ণ, নিম্ন অভিমুখী এই প্রকৃতি ।
    প্রথম আষাঢ়ে বৃষ্টির ফোঁটা পড়তেই
    শুষে নিল এক রাক্ষুসে রোদ্দুর।
    নিজেকে নিঃস্ব হয়ে তাকে দেওয়া যায়
               ক্রমাগত প্রেম।
    তার কষ্টে আমার কষ্ট হয়, পরিত্রাণ চাই তার — ।
   কোন তীব্রতা ব্যাতীত যে দূর নিবাসী
   তাকে কি আলিঙ্গন করা যায় প্রেমে।
   এতদিন যে প্রেমে জ্বলে নি আলো  
  গুঞ্জরিত হয় নি কোন সুর—
   শুশ্রুষার মোড়কে আমার সমব্যাথী
              মন দেখতে পাই---
               নতমুখে ফিরে যাই  প্রথম আষাঢ়ের
                      পরাজয়ী পশ্চিমের রোদ।