তোমার কথা আমি কাউকে বলি নি
তোমার কথা কেউ জানবে না।
তোমার এই নিঃশব্দ ভালোবাসা
পাছে কেউ জেনে ফেলে
এই ভয়ে আতঙ্কিত তুমি
ধূর্ত শৃগালের মত তুমি চেয়ে থাকো
সজাগ দৃষ্টি নিয়ে।
এই মহানগরীর অলিগলিতে
যত শ্বাপদের চলাফেরা তোমাকে ঘিরে।
চুপিসারে প্রেম আসে তোমার জীবনে
এটাই সত্য হোক আমাদের মাঝে।
তোমার সাথে হেঁটে যাওয়া প্রতিটি ক্ষণ
প্রতি পদে বাঁধে আমার দুর্বলতা
যে আশা জাগিয়েছ প্রানে আমার
উদাসী হাওয়ায় উড়ে যায় দূর বহুদূর।
ওই দেখ দূর পাহাড়ে সূর্যাস্তের সোনালী বেলায়
কলরব তুলে বলাকার দল-
সে রকম তোমাকে খোঁজার ছলে
রাত্রির অনেকটা কাটিয়েছি একা।
তোমার প্রতিটি মুহূর্তের নিঃশ্বাসে
কেঁপে ওঠে হৃদয় আমার।
অহংকার ভুলে, নিজের মনের শীর্ণতা কাটিয়ে
হাত ধরো
বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাক তোমার
মলিনতা
তুমি স্থির জেনো তোমার
এই শ্বাশত প্রেম কেউ জানবে না।