তোমার কথা মনে হলে—
তোমার চিন্তাগুলো
তোমার ইচ্ছাগুলো
তোমার ভাবনাগুলো
তোমার অনুভূতিগুলো
আমাকে নাড়া দিয়ে যায়।
এখন রাত্রিবেলা
তোমার জন্য কবিতা লিখছি—
জানি শাব্দিক বাগ্ময়তায়
তোমার হৃদয়কে ছোঁয়া যাবে না।
ছোঁয়া যাবে না তোমার হিমশীতল অনুভূতিকে।
অথচ তুমি আমার থেকে দূরে
কোথাও আছো নীরব অভিমানের সাক্ষী হয়ে।


আমার কবিতার পঙক্তিগুলো
আমাকে শিখিয়েছিল
জীবনের জয় গান।
দুর্নিবার ভালোবাসার আবাহন
একদিন তোমার মনে আবির ছড়িয়েছিলো
রামধনুর সাতটি রং তোমার মন রাঙিয়েছিল
মহুয়ার গন্ধে তুমি মেতেছিলে
ফাগুন হাওয়ার মাতাল গন্ধে
পালাবদল ঘটেছিলো
তোমার জীবনের রূপরেখাতে।
বহমান জীবনের ফল্গুধারা
প্রেম এনেছিল তোমার হৃদয়ে।
তবু তুমি থমকে দাঁড়িয়ে আছো
আমার থেকে দূরে
নীরব অনুভূতিকে নিয়ে।


আমার এই কবোষ্ণ কবিতা
ছুঁতে পারে না তোমার অনুভূতিকে।
একদিন আমার এই কবিতাগুলো
শঙ্খচিলের ডানা নিয়ে উড়ে যাবে
তোমার ওই নীল আকাশে।