আজ রাতে সংবাদ এলো
আমাদের সাথীরা
যুদ্ধে মারা গেছে।
আরও সংবাদ এসেছে—
আমাদের মায়েরা লাঞ্ছিত হয়েছে
আমাদের মেয়েরা ধর্ষিত হয়েছে
বর্বরদের হাতে।
আর আমাদের শিশুরা
না খেয়ে মারা গেছে।
বিভৎস্‌ কালো দিনগুলি পড়ে আছে..
তবু আকাশ থেকে ঝরছে রক্তবৃষ্টি
আজ আমাদের ছেলেগুলো
যারা শান্তির জন্য
লড়েছিল পাহাড়ের বিরুদ্ধে।
যাদের সাহস মৃত্যুর চেয়েও শক্তিমান।
যারা এখন শুয়ে আছে রক্তমাখা প্রন্তরে
অথবা শহরের কানা গলির ভিতর।
তাদের জন্য কি তোমার চোখের জল
এক ফোঁটাও ঝরে না!
তাদের খুঁজে নিয়ে এসো –
আমার হৃদয়ের নরম মাটিতে
কবর দাও।
আমার বুকের আগুনে তাদের দাহ কর।
তবু তদের আত্মা কিছুটা শান্তি পাবে।