তোমাকে ভালোবেসে আমি রিক্ত হলাম
তোমাকে ভালোবেসে নিঃস্ব হলাম।
তবুও তো আমি তোমাকে ভালোবাসি
নদীর স্বচ্ছ প্রবাহতার দিকে তাকিয়ে দেখ
সে কত পবিত্র ....
ঝড় বৃষ্টি সহ্য করে সে ভালোবেসে যায়
আপন ছন্দে,আপন গতিতে..
আর প্রগলভতার গ্লানি মাথায় নিয়ে  
আমি তোমাকে ভালোবাসি।
নীল আকাশে ভেসে বেড়ান
মেঘের পালকে আঁকা তোমার মুখছবি।
সমুদ্রের নীল নয়ন জুড়ে তোমার
ঝলমলে মুক্তোর হাসি—
তোমার শরীরের প্রতিটি ভাঁজে
পৌরাণিক ইতিহাস-
প্রাচীন বিহঙ্গেরা বলে যায় আমার কামনা..
একবারের জন্যেও কি তুমি হতে পার না
আমার গান্ধারী।
তুমি অদৃশ্য হও তোমার ঠোঁটে আমি ঠোঁট রাখব—
তোমাকে ভালোবেসে নিঃস্ব হব।


জ্যোৎস্নার প্লাবনে ভাসতে ভাসতে
নির্জন অরন্যে তুমি ...
পাশাপাশি হাঁটতে হাঁটতে
হৃদয়ের গন্ধ দিয়ে, উদ্ভাসিত হাঁসির সুবাসে
গড়েছিলাম – ভালোবাসার জলঘর।
তবে কেন দুহাত বাড়িয়ে দিতে
এত দূরবর্তী থাকো।
তবে কেন ভাবো বন্ধুহীন তোমার পৃথিবী।
হৃদয় জ্বালিয়ে দেখ তোমার মতই
কত সুন্দর এই সব লোক
তোমার মতই কত সুন্দর এই সব মুখ।