অবসাদ তোমার চোখের পাতায়
বিষণ্ণতা তোমার হৃদয় ছুঁয়ে
জরাজীর্ণ মন নিয়ে তুমি একাকী ।
শৈশব কেটেছে বড় অবহেলায়
যৌবন হলে তুমি অভিমানী –
কাউ কে ভালোবাসতে পার নি
ভালোবাসা কড়া নেড়ে ফিরে গেছে
তোমার দুয়ার।
বিচ্ছেদের বেড়াজালে আটকে তুমি
নিঃসঙ্গ একাকী।
অবসাদ বাসা বাঁধে তোমার চোখের পাতায়  
কুশায়ার মায়াজালে আবদ্ধ তুমি
শীতের ঢেউ এসে আঘাত করে
তোমার স্বপ্নে বাঁধা কল্পনার
নিঃসন্দ্ব প্রভাতে।
প্রেম ও প্রেমহীনতা, দুঃখ ও সুখের
অবিশ্বাস তোমার চোখের পাতায়।
তোমার অবাধ্য মুঠিতে কিছু মিথ্যা
অঙ্গিকার। চোখের তারায়
পুঞ্জিভূত তোমার আহত বেদনাগুলো
চলে গেছে পৃথিবী’পরে
জীবনের উৎস অন্বেষণে।
অরাধ্য স্বর্গ ভেবে ফিরে আসবে তোমার
চোখের পাতায়।ভালো করে বেঁচে
থাকার ভাবনা নিয়ে ছিন্নমূল আঁকড়ে
যত হিংসা যত গ্লানি
সব মুছে জেগে ওঠো
হে প্রনয়ী বিভাবরী।
নয়নে ঊষার আলোয় পরিস্নাত হয়ে ফিরে
এসো। জীবনের একখণ্ড ভালোবাসার নীলাভ ইচ্ছায়
ঘুমহীন ক্লান্ত বিহ্বল।
হাজার অবসাদের বেড়াজাল অতিক্রম করে
ঝেড়ে মুছে দাও তোমার যত
স্মৃতি জঞ্জাল।
ধুয়ে মুছে যাক যত ক্লেদ
নতুন সূর্য উঠুক তোমার নবজন্মে
যে পাথর জমে আছে তোমার বুকের
উপর, বিগলিত করে তারে শোধ কর ঋণ।
শ্রাবণের কালো মেঘে লীন হোক
অবসাদের ছায়া একদিন।