তুমি কি আগের মতই কাজল পর
তুমি কি আগের মতই আছো-
  তোমাকে ভুলতে পারিনি আজও।
চোখ বুজলে আজও আমি
দেখতে পাই-
তোমার সেই অষ্টাদশী মুখ।
তোমার বাম গালের তিলক আর
চোখের নীল তারায়
আমি স্তম্ভিতের মত তাকিয়ে  
থাকতাম। উড়ন্ত চিলের ডানার
মত তোমার ভ্রু-যুগল....  

এই পাহাড় এই নদী এই গাছ
সবখানে অবগাহন করে আছি—
তোমার জন্য অপেক্ষা করে আছি আজও।
আকাশ বাতাস জল কালের অতল
গহ্বরে আমাকে পাবে।
আমার মৃত্যু নেই আমি অমর
আমি অমর শুধু তোমার জন্য।
কখনও কি মনে পড়ে....
কলেজ থেকে ফেরার সময়
মেঠো পথে - বর্ষাকাল, কাদা রাস্তা
হাঁটু অবধি তোমার আমার কাদা  
আমরা হাঁটছিলাম পাশাপাশি
ঝিপঝিপে বৃষ্টি
তোমার শাড়ি লেপটে আছে তোমার শরীরে।
মেঘের গর্জনে তোমার ছিল ভয়
বার বার তুমি আমাকে জড়িয়ে
ধরেছিলে। ঠাণ্ডা হিমেল বাতাসে তোমার চুলগুলো
এলোমেলো উড়ে এসে পড়ছিল আমার গালে।
যেন কোন এক আত্মা বেষ্টন করেছিলো
আমাদের দুজনকে সেই রাতে।
      
তোমার চোখের ঘন নীল জলে
যেন মনে হয়েছিল ঝকঝকে কোন বেলাভুমিতে
অনভিঙ্গ আমরা দুজন—
আর আমি
শুষে নিচ্ছিলাম তোমার শরীরের শীতল উষ্ণতা।
তুমি কি আগের মতই কাজল পর
তুমি কি আগের মত আছো-
  তোমাকে ভুলতে পারিনি আজও।
                          


                              ক্রমশ...