তখন শুক্লাদ্বাদশীর চাঁদ আকাশে
হালিফক্স মাঠে নরম ঘাসে মুখ গুজে  
তোমার কোলে মাথা রেখেছিলাম।
রাত গভীর হলে তোমার শরীরের নিঃশ্বাস
আমার মুখের উপর....
দূরের গির্জা থেকে ঘণ্টার আওয়াজ আসছে
ইউক্যালিপটাস গাছের পাতাগুলো
দুলে উঠল। তোমার যাওয়ার সময় হলে -
গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে আমরা
অনেকটা পথ এসেছিলাম-
ছেড়ে যাওয়ার ব্যথায় তোমার স্বর
বুজে আসছিল, তুমি শুধু বলেছিলে
“মৃত্যু যে তারপর একদিন আমি
তাই চাই, চাই না বাঁচতে আমি
প্রেমহীন এই হাজার বছর।“
রাতের আলো ভেদ করে
তোমার কণ্ঠ যেন আকাশ ছুঁয়েছিল
তোমার চুল যেন অরন্যের মায়া, তুমি সত্য
তুমি সূর্যের আলো।
তুমি কি আগের মত কাজল পর
তুমি কি আগের মতই আছো-
তোমাকে ভুলতে পারিনি আজও।


প্রতিদিন রোদ্দুর নামে লাল মাটির দেশে
যেন ডানা মেলে উড়ে যায় মেঘের মত
লাল মাটির দেশ
লাল কাঁকরের দেশ
লাল অরন্যের দেশ
আমার ভালোবাসার দেশ
তোমার পায়ের দাগগুলো একদিন
মিলিয়ে যাবে লাল মাটির দেশে
সেদিন কুয়াশায় হেঁটে গেলেও ছুতে
পারব না তোমার নিঃসঙ্গতাকে।
চাওয়া পাওয়ার আকাঙ্খায়
তুমি আছো এটা সত্য
আমাদের ছুঁয়ে থাকবে মহাকাল।
আমি বেঁচে থাকব তোমার
প্রেমে অনন্তকাল।