নিঃশব্দ অভিমান নিয়ে
তুমি চুপ হয়ে গেলে।
তোমার কি কিছু বলার ছিল না
তোমার কি কিছু নেওয়ার ছিল না
তোমার কি কিছু দেওয়ার ছিল না।
আমি ভালোবাসব কাছ থেকে
কবন্ধের দেহ থেকে চুঁইয়ে পড়া
রক্তের স্রোতের মত
স্রোতহীন নদীর ধারার মত
ঝরে যাওয়া পাতার মত
ক্ষয়াটে চাঁদের মত।
তোমাকে ভালোবেসে আমি শেষ হয়ে যাবো।


নিঃশব্দ অভিমান নিয়ে
তুমি চুপ হয়ে গেলে।
আমার বুকের মধ্যে জমে থাকা ব্যথাগুলো
আমার কলমের ডগায় আটকে থাকা কবিতাগুলো।
আমার মনের মধ্যে না বলা কথাগুলো
আমার সঙ্গে তোমার কাটান সময়গুলো
ভাবনার পথ বেয়ে উঠে আসে—
মৃত্যুর হিমস্পর্শ  থেকে বহুদূরে
আমার কল্পনায় প্রানময় এ পৃথিবীতে  
তুমি ছাড়া আর কিছু নেই।
উদাসীন জীর্ণ সময়
নবজন্মে ফিরে আসে বার বার।
সময় হাত ধরে প্রেম আসে আমাদের মাঝে
নিঃশব্দ অভিমান নিয়ে
তুমি চুপ হয়ে গেলে।