দুঃসহ অভিমানে নিজেকে তুমি
দগ্ধ কর।
অভিমানের আগুনে জ্বলতে জ্বলতে
আজ তুমি মরুভূমির মহীরুহ।
অন্ধকার জীবনের প্রতি একটু তো
আলো ফেলে দেখ...
কত সুন্দর তোমার জীবন।
যে ঝড় বয়ে গেছে জীবনে
ক্রমশ শান্ত হয় চৈত্রের
দামাল হাওয়ার মত।
আর তুমি বসে আছো চিত্রার্পিতের মত
খোলা আকাশের নীচে।
প্রতিদিন কলকাতার রাস্তায়
জলরঙের ক্যানভাসে ছড়িয়ে
পড়ে জীবনের অফুরন্ত ছবি।
তোমার দিগন্ত বিস্তৃত জীবনে  
খেলা করে দুরন্ত মরীচিকা...
যেন মনে হয় এ মরুর বুকে
তুমি এক জীবন্ত ক্যাকটাস।
এই মৃদুমন্দ সমীরন বিলি কাটে তোমার চুলে
রাতের জ্যোৎস্না সে দেবে তোমাকে চুম্বন...  
মেঘ মল্লার সে করবে বারি সিঞ্চন
তোমার ক্যাকটাস জীবনে ফুটবে ফুল—
আমি জীবন্ত প্রতিমার মত বসে আছি..
অনুভবে কাঁপছে শরীর
ঋজু হয়ে উঠছি
যেন আমি অলৌকিক হয়ে উঠছি
ক্যাকটাসের গন্ধ নেব বলে.....।