আমার চোখে জমে থাকা তোমার অপরূপ
স্বপ্নগুলো শীতের শেষ রাতে
কুয়াশার ভিতর মিলিয়ে যায়।
মেঘ সাঁতরে সাঁতরে আমি
খুঁজে বেড়ায় অযুত বছর ধরে।
তোমাকে ভালোবেসে আমি জেনেছি
আমার দ্বিতীয় জীবন।
তুমি তন্বী, তুমি অপরুপা
তুমি প্রেয়সী আমার চিরদিনের।
আমি রেখে গেছি
আমার পিপাসিত মন
তোমার যাযাবর হংসীর কাছে।
বিয়াত্রিশের মত অলৌকিক কোন
মায়ায় তুমি আমাকে টানো।
আমি অনুভব করি সেই উষ্ণতা
কোন আর্ত কুশায়ার হিম শীতল রাতে।
অন্ধকার মনের পর্দায় ফুটে উঠে
তোমার জলরঙের ছবি।
সমুদ্রের জলোচ্ছাসে নগ্নতা
ধরিয়েছিল তোমার মনে।
নোনা হাওয়ায় উথাল হয়েছিল
তোমার চুল। তোমার ভিজে শরীরে
ছিল লবনের স্বাদ।
সী-গালের বিস্তারিত ডানা যেমন ছুঁয়ে যায়
সমুদ্রের ঢেউ। তোমার ঠোঁটের স্পর্শ
ছুঁয়ে যায় আমার ঠোঁট।আমি চিত্রার্পিতের  
মত এই মধ্য বয়সে তোমার
ভেজা শরীরের সামনে প্রশ্ন করি
আর কতকাল তুমি করবে ভালোবাসার ছল।
নিশীথের স্বপ্নগুলো আমার ঘুম কেড়ে নেয়।
একাই সম্মুখবর্তী হয়ে তোমার তমসার কাছে বড়ই
বিবস্ত্র হয়ে পড়ি। তুমি স্নেহছায়াহীন নীল
স্বপ্নই শুধু দাও।