তোমার আমার প্রেম
সে ছিল অনেক গোপনে।
হঠাৎ প্রকাশিত হল –
যখন দেখলাম তুমি চলে গেছো।
নতুন করে অনুভব করলাম
কিছু বুঝলাম কিছু বুঝলাম না
না জানার সংশয়ে মনটা গুমরে উঠল।
সে শুধু তোমার অভাবেই।
এতদিনের প্রেম যে ছিল সুপ্ত
অনেক গোপনে
হৃদয়ে দিল আজ আঘাত
নীরবে সইলাম শুধু।
নির্জনতার মাঝে দেখি
তোমার প্রেম
প্রেমই রইল শুধু রইলে না তুমি।  
অরন্যের ঝরে যাওয়া পাতার মর্মরে
ঝরে যায় তোমার প্রেম।
হয়তো পাব কিছু ব্যথা
হৃদয়ের ফল্গু ধারায় প্রেম ছিল
স্রোতস্বিনী
তবু রোজ রাতে আমি দেখি
তোমার প্রেম তোমার হৃদয়
আমার রক্তের ভিতর খেলা করে।
জীবন ক্ষণস্থায়ী। অনন্তকালের  
স্থায়ী প্রেমের আশ্বাসে তোমার নাভিমূলে
জন্ম নেয় আমার প্রেম।
নির্জন অরন্যে তুমি হৃদয়ে দোলা দিয়ে
যে রাগিণীর গান গেয়েছিলে—
তার অনুরণন ফিরে আসে।
প্রেমের সংরক্ত পরাগে শুধু ছিল রাঙা রোদ।
রাত্রির শরীর জুড়ে হেঁটেছিলে তুমি
হে উজ্জ্বল ঈশ্বরী।
কালের গহ্বরে তুমি হারিয়ে গেলে—
বড় নিষ্ঠুর এ লোভাতুর মন।
কাছে কেন এসেছিলে যদি যাবে দূরে সরে
নিবিড় ঘন আবেগ ছিল সেই সব রাতে
স্বার্থান্বেষী চোখে আমি চেয়ে আছি
তোমার প্রেম আছে। শুধু তুমি নেই পাশে।