আমি দেখেছি তোমার রূপ
ধূসর ধুলার পথ হেঁটেছি আমি
ক্লান্ত এ পৃথিবীর’পরে।
সময়ের হাত ধরে ফেলে আসা স্বপ্নের জগৎ
গোধুলির অস্পষ্ট আলোয় কলসি কাঁখে
আমি দেখেছি তোমায় নদীর পথে।
আমি এসেছি তোমার দ্বারে ভিক্ষুকের বেশে ।
ঘোমটা দেওয়া মুখের দিকে চেয়ে
আমি দেখেছি তোমার হরিনীর চোখ ।
হৃদয়ে তৃপ্তির ঢেউ তুলে বলে যায় অন্তরের কথা।
ভুলে যায় আমি পৃথিবীর ওই সব ব্যথা
অন্ধকার ও আলোয় জন্ম নেয় যে সব
আকাঙ্ক্ষারা।
আমি দেখেছি তোমায় হিমেল
হাওয়া গায়ে মেখে ফসলের মাঠে।
চুপিসারে কথা বল জ্যোৎস্নার সাথে—
আম জাম হিজল আর অশ্বথের ডালে
আমি দেখেছি তোমায় দোয়েলের ডাকে
নিশ্চুপ  বসে আছো ডুমুরের গাছে।
আমি দেখেছি তোমার রূপ শিশিরের ঘাসে।
আমি দেখেছি তোমার প্রেম খেলা করে
শুভ্র ধুমল পাহাড়ের চুড়ায়।
যেখানে রাঙা মেঘ খেলা করে
আকাশের গায়ে।
আমি দেখেছি তোমার বর্ষার আকাশে
উড়ে সুচিক্কন চুল।
আমি দেখেছি আমের মঞ্জরীতে তোমার
ভীমরুলের গুঞ্জরন।
তুমি অপরূপ মিশে থাকো
আমার মনে অনন্ত কাল।