মেঘের ফাঁক দিয়ে ভাঙ্গা জ্যোৎস্না
গড়িয়ে পড়ে তোমার শরীরে ।
আর তুমি নারী এ পৃথিবীর।
তোমার শরীর থেকে ছড়িয়ে যায় জ্যোৎস্না
বাতাসের ঢেউ কেটে চারিদিকে।
পূবে- পশ্চিমে উত্তরে দক্ষিণে সর্বত্র।
ভরে উঠল ভালোবাসার উৎসব
আর উন্মত্ত আমি
আকণ্ঠ তৃষ্ণায় চুমুক দিলাম
তোমার ঠোঁটে।
কম্পিত ঠোঁটে উঠল হাজারও শিহরণ
তরল জ্যোৎস্নায় ভিজে গেল শরীর।
আর আমরা আস্তে আস্তে মিশে গেলাম
গোপন বিলাস আস্বাদনে।
আমরা ভুলে গেলাম আমাদের বর্তমান – অতীত।
কণ্ঠনালী ছুঁয়ে নেমে এল নীচে
ভালোবাসার জ্যোৎস্না।
ছড়িয়ে গেল সারা শরীরে।
কুয়াশা ভেজা প্রান্তর ঘুরে বনপথে
জ্যোৎস্না মেলে দিল প্রজাপতির ডানা
বেদনায় নির্জন দুয়ার খুলে
মাখামাখি করে—
আমাদের প্রস্ফুটিত আলিঙ্গন।