যেদিন আমি ছিলাম নিঃসঙ্গ —
মায়াবী এই পৃথিবীতে
যেদিন ভেসে চলেছিলাম এই জনস্রোতে।
তুমি আমাকে নিয়ে এলে কোলে তুলে
ভরিয়ে দিলে আমার প্রান
তোমার অফুরন্ত ভালোবাসায়।
তুমি দিলে আমার মুখে হাসি প্রানে আশা
বেঁচে ওঠার নতুন প্রেরণা।
তুমি আমায় নিয়ে এলে তোমার জগতে
ফুলের মালা পরালে মোর গলে
স্নেহের বন্ধনে বেঁধে আমায় রাখলে
আপন করে।
রক্তিম আকাশের সূর্যের রং নিয়ে রাঙিয়ে
দিলে আমার জীবন।
ধ্বংসমত্ত অন্ধকার ভেদ করে
শত আলোকবর্ষ দূরে শেষ নক্ষত্র থেকে
নিয়ে এলে আমারে।
রাত্রিদিন তপস্যা তোমার
সব যন্ত্রণা সব ব্যথা সয়ে জীবনকে পাওয়া যাবে
আরাধ্য স্বর্গ ভেবে—
যে মহান প্রেম তুমি দিলে
বিপ্লবিনী নদীর বাঁধের মত সয়ে যাও তুমি।
অবৈধ সংগম শঠতা রিরংসা মৃত্যু
ভুলে কোন্‌ প্রমত্ত রাত্রির পথে হেঁটে যাও তুমি
কোন নতুন ভোরের আশায় ফাগুন ভরা ব্যাকুল
বসন্তে । কুয়াশার মায়াজাল থেকে আমাকে বাচিয়ে
আনলে তুমি
সব কিছু তুচ্ছতায় অবহেলা করে
আমায় এনেছিলে—
শুধু কবিতার জন্য।