আমি তোমাকে ভালোবাসি
ভালোবাসি তোমার খোঁপার ফুল।
ভালোবাসি বলে আজও মনে আছে –
কলকাতা থেকে পালিয়ে আসা।
ট্রেনের কামরায় বসে আছি পাশাপাশি
এক অন্ধ মেঘলা দিন।
শহর থেকে দূরে
অনেক দূরে
হাতে হাত রেখে – আমরা নেমে এলাম গ্রামের পথে।
মেঘের পাখনায় লেগেছে বিকালের পড়ন্ত রোদ।
মাটির সোঁদা গন্ধের তরঙ্গ মিশেছে
ঐ নীল দিগন্তে—
রাতের বৃষ্টি ভেজা এই গ্রাম
পথের খোঁদালে খোঁদালে জমে আছে জল।
ভালো লাগে শৈশবের এই মাঠক্ষেত
ভালো লাগে আকন্দের ফুলে কালো ভ্রমের গুঞ্জন।
ভালো লাগে তোমার চোখের দীর্ঘ পল্লবে
মেঘের মত রহস্য ছায়া।
দেখেছি আমি এই মেঠোপথে আত্মার পরাভব।
সান্ত্বনাহীন এই যৌবন কেটেছে
কত নিঃসঙ্গ বিনিদ্র রাত
ভালোলাগে মেঠোপথে তোমার হেঁটে যাওয়া
ভালোলাগে আকাশের তারা আর ঘাসের নীলফুল।  
ভালোবাসার মূল্যে আমি
একে একে যত বেদনা যত ঝড়
সবকিছুর মুখোমুখি ।
সব অহমিকা ভুলে, বুকে হেঁটে
ক্লান্ত এই আমি
তোমার কাছে হারব বলে
ফেলে এলাম – স্পর্শ, শব্দ....
সেই নতুন পূর্ণিমা।