অন্ধ মেঘের মত ছুটেছি উন্মাদ আমি
অরন্যের কাছে।
কত প্রেম ভালোবাসা হয়েছে বিনিময়
অরন্যের সাথে।
ছায়াময় মর্মর পাতায় ছড়িয়েছি
রঙ তোমার তরে।
বাতাস বয়ে আনে তোমার কালো চুলের ঘ্রাণ
মাধবীলতার মত জড়িয়ে থাকে
আমার গ্রীবাদেশে।
বসন্তের ঝড় ওঠে বারবার আমার মনে
রাত্রির নিবিড়তা জাপটে ধরে আমায়
এই ফাল্গুনে।
অন্ধকার গাঢ় হলে আমি
জানু পেতে বসে থাকি
দ্বিধাহীন ব্যাকুলতা নিয়ে।
অরন্যের নির্জনতা ভেদ করে
খুঁজে নেয় পথ রক্তিম সূর্যের আলো।
অরন্যের প্রত্যেক বাঁকে আছে রৌদ্রের আভা।
তার বুক জুড়ে খেলা করা ফুলের সম্ভার।
তোমার হৃদয়হীন মনে ভরে দিতে চায়
অরন্যের ভালোবাসা।
তোমার মলিন রূপ মূর্ছিত করে
আমার বাসনা।
তবুও প্রেমহীন মায়ায় তোমার
শরীরে এঁকে দিতে চায় – মেঘ, বৃষ্টি নদী।