বসে আছি অপলক দৃষ্টি নিয়ে
শীতকুয়াশার চাদর সরিয়ে
তোমার ভালোবাসার সমাধি ক্ষেত্রে –
শিশিরের জলে ভেজা
আমার এ পুষ্পার্ঘ ।
আমার শূন্য ক্যানভাসে আঁকব
তোমার ধূসর জীবনের ছবি—
তোমার চোখের কোলে পড়েছে
কালো দাগ।তোমার মাথার চুল হয়েছে ফিকে।
তোমার শরীরের প্রতিটি ভাঁজে
চামড়া হয়েছে ঢিলে।
অচেনা রাস্তায় এলোমেলো হেঁটে যাও
বিপদের পর অনবরত বিপদকে সাথী করে।
নিচু হয়ে দেখো তোমার চপ্পলের ফিতে টেনে।
তোমার কপালে ঝুকে পড়া চুল
উড়ে যায় বাতাসে।
নীল শাড়ীর ঘোমটায় মুখ ঢাকা থাকে।
আমি তোমার জীবনের ছবি এঁকে যায়
ক্যানভাসে একাকী আপন মনে।
তোমার ধূসর মুখ চিহ্নহীন বেদনায়
ডুকরে হেসে ওঠে।
অতি সংগোপনে রাখা শরীরী প্রেম
ফুটে ওঠে নির্জনতার মাঝে।
তোমার কষ্টসহিষ্ণু জীবন ছুঁতে চাই
সীমাহীন দিগন্ত –
তোমার অর্দিত বুকে জমে আছে
যন্ত্রণার পাহাড় যত ।
তোমার দুচোখের আদ্রতায়
উষ্ণ রক্তের দাগ।
আমার ক্যানভাসে ফুটে ওঠে
চিত্রকল্প বিবর্ণ অস্থির...
তোমার বিবশ বাসনা আর উত্তাল উল্লাস
মিশে আছে তোমার সত্তার গহনে।
মধ্যরাতের মেঘ ভাঙ্গা জ্যোৎস্নার তন্ময় আলো
পড়েছিল তোমার মুখে
তোমার স্বপ্ন-শিয়রে ভেসে ওঠে
ধূসর ভালোবাসার কোলাজ।