সায়নী ..
যে ঠিকানা একদিন আমাদের নিজস্ব ছিল
সেই সুখের ঠিকানায় ফিরব বলে আমরা
প্রতিজ্ঞা করেছিলাম –
সব অভিমান কি আমার প্রতি
হৃদয়কে ভেঙ্গে অতীতের সব পিছুটান
ফেলে তোমার ঠিকানা বদল —
নীলকণ্ঠ পাখী হয়ে উড়ে গেলে রৌদ্রের
আকাশে। জীবন যেমন চেয়েছিল তোমার
হেমন্তের অবিরল ঝরে যাওয়ার পাতার মত  
অথবা জলপ্রপাতের বীজের ভিতর মিশে
যাওয়া রিরংসা তোমার।
তোমার আমার মধ্যে কি কোন প্রেম ছিল
নাকি শুধু বোঝাপড়া—
তোমার এই আকস্মিক পরিবর্তনে কি
তোমার সায় ছিল নাকি কোন চাপের
কাছে নতিস্বীকার
অবিশ্বাসের দোলাচলে আমি বিধ্বস্ত ।
নিদারুন শুন্যতা নিয়ে অনাহুতের
মত আমি বিবশ-
আমার সব ভালবাসা।আমার অহংকার নিয়ে গেছো
তুমি। বাসনাহীন নামহীন প্রেমহীন আমি পড়ে আছি
রৌদ্রের আভা বুকে জুড়ে রাজপথে।
তোমার অবিশ্বাসে আমি
পৃথিবীর সব দুঃখ পেয়ে গেছি।
সান্ত্বনার কথা আর মনে আসে না ।
ঋণী থেকে গেলাম পৃথিবীর কাছে।
প্রেমের অপূর্ণতা নিয়ে জেগে থাকে
আমার অভিমান তোমার  কাছে...।