জানালায় মুখ রেখে অন্ধকার আকাশের
দিকে নিশ্চুপ চেয়ে থাকো
অভিমানের স্বপ্নেরা তোমার চোখ
থেকে ঝরে যায়—
বিমর্ষ মনমরা তুমি অনর্গল
কথা বলে যাও মৃত কোন আত্মার সাথে।
অপেক্ষার দিন তোমার শেষ হয় না
বৃষ্টির জলের স্রোতে তুমি ভাসতে থাকো
তোমার ম্লান স্মৃতিকে বুকে নিয়ে।
অপেক্ষা করতে করতে
তোমার শরীর শিথিল হয়ে আসে
উন্মুখ হয়ে চেয়ে থাকা দেহের প্রিয় গ্রন্থি গুলো  
আলগা হয়ে যায়। ভাঙ্গতে থাকে
শরীরের প্রতিটি অংশ—
মেঘলা আকাশে বৃষ্টির রেনু গায়ে মেখে
তোমার অভিমানী বুকে ফোঁটাও
কদম ফুল।
কামনা বাসনা চলে গেলে কি থাকে
প্রানের মাঝে । কি দিয়ে সংগম
করবে ভালোবাসার সাথে।
অপসৃয়মান দৃষ্টি ঝাপসা হয়ে আসে।
উদাসীন সময় তোমাকে কুরে কুরে খায়।
আর আমি—
ঈশ্বরের কাছে
রাতের অন্ধকারের কাছে
মেঘমণ্ডলের কাছে
ফাগুন হাওয়ার কাছে – চিৎকার করি
প্রেম আসুক তোমার জীবনে
আমি জানি পরাজিত নয় নারী
পরাজিত হয় না কোন কবি।
কাছে এসো – হাত ধরো ভালোবাসো
তৃষ্ণার্ত কণ্ঠে শুষে নাও পৌরুষ আবৃত চুম্বন।