জীবনের রঙ যেটুকু ধরেছিল
কখনও কোনকালে।
ঝরে গেছে সেইসব সময়ের প্রবাহে।
নিজেকে গোটাতে গোটাতে কমেছে পরমায়ু।
হেঁটেছো তুমি এলোমেলো এই শহরের পথে
পড়ে আছে ছাপ বিবর্ণ বিবশে।
তোমার ক্লান্ত চোখের নীচে জমে আছে
তরল স্রোতের ঢেউ।
একে একে শেষ করো জীবনের অনাদি অধ্যায়।
আশ্চর্য যাত্রা পথে শীর্ণ অনামিকা তুমি।
তোমাকে দেখাব পথ—
আমার পারানি নৌকায় পা দাও তুমি
কতটা মুল্য তোমাকে দিতে হবে ?
কতটা সমর্পণ দিতে হবে তোমায়?
নতুন জীবন জাগরনের অধ্যায়
শুরু করো তুমি
তোমাকে নিয়ে যাব নির্জন খেয়া ঘাটে
প্রতীক্ষা করে আছে –
এই স্রোত, এই শ্রাবণ আর আমি।