তোমার পাশেই হাঁটি তোমার কাছে বসি
অথচ তুমি সামান্যই জানো -
তোমার জন্য আমার অন্তরে জ্বলে
আগুন ধিকি ধিকি।
তোমার অনিন্দ্যরূপে আমি নৈবেদ্য দিয়েছি
মূঢ় প্রেমে।
রূপের গভীরে কি কিছু ছিল
ভালোবাসা—
বেদনার করুন কৈশোরে কাতর প্রিয়তম মুখ।
যখন বয়সের ভারে ধূসর হয় দৃষ্টি
ঘুমে ঢুলু ঢুলু তুমি।
কি গভীর ছায়া মাখা স্বপ্ন দেখো
যৌবনের চোখে।
নিঃসঙ্গ বৃন্তে শোকাহত গোলাপকুঁড়ি
শুকিয়ে গিয়েছে ঝরে।
বসন্তের শেষ প্রহরে
ফিরিয়ে দেবে যে লজ্জা
শ্বাসের বদলে দীর্ঘশ্বাসে ।
জেনেছি অনেক কষ্টের দামে —
    ভালোবাসা মৃত হলে
প্রেমের সুপ্রভ বৃত্ত হতে ঝরে পড়ে প্রেমিক হৃদয়।
ভেঙ্গেছি নিজেকে কি তুমুল উল্লাসে অবিরাম।
মৌলিক নির্মাণ চেয়ে
আমি ছুঁয়েছি তোমার ঠোঁট-
এ আমার মোহ বল বা অবৈধ মুদ্রার
অচল আকাঙ্ক্ষা।
নারী তুমি – সে আমার অনুপম প্রেম
আমার সোনালী গৌরব।
তুমি কি জানো আমার মনের ব্যাকুলতা
পাড়া-প্রতিবেশী জানে- পাই নি তোমাকে।
তবুও তুমি রয়েছো কবির মনে, আত্মত্যাগে।