মনের মধ্যে দ্বন্দ নিয়েই বেঁচে আছি।
বেঁচে আছি নিজের বিশ্বাস নিয়ে।
আমার এ নিঃস্ব মন-
তোমাকে কিছুই দিতে পারেনি।
যখন তোমার সামনে এসে দাঁড়াই
আমার দুচোখ তোমাকে দেখে ভেজাই।
আমার চারপাশে ভেজা হাওয়া।
মনের মেঘ যখন ঘন হয়—
অরণ্যের ডালে দোলা দিয়ে ওঠে ঝড়।
তোমার পৃথিবীর কাছাকাছি এসে দেখি
তুমি ভেঙ্গে গেছ সংসার—
সব কিছু হারিয়ে একাকী।
একা চলে গেছ দূরে, বিষণ্ণতার জড়তা
পায়ে নিয়ে বিধ্বস্ত তুমি।
হয়তো তোমাকে দিতে পারিনি কিছুই
আমার দুহাতে মেখে আছে ধুলো।
স্বান্তনায় বেঁচে আছে তবু পৃথিবী
তোমার চাহিদার শিখাগুলো নিয়ে
আমি কালক্রোড়ে বাঁচি। আমাকে বেষ্টন
করে আবর্তিত কাল। বুঝিনি আমি
পার্থিব বয়স আর উদাসীন নীরবতা নিয়ে
তমসার তীরে বসে গড়ে তুলো এক
অলীক জগৎ।
আমি তো  থাকি তোমার কাছেপিঠে
তোমার চুম্বনগুলো বিশেষ চিহ্ন হয়ে
রয়ে যায় মনে।
দেখা হলে আমার এ উচাটন মন
তোমাকে কাছে পেতে চায়।
অর্থবিহীন দিন দিন নিঃস্ব মন নিয়ে বেঁচে থাকা।
আজও প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে
ঝুকে পড়ি – যে ভেজান পথ দিয়ে
হেঁটে যাও প্রতিদিন।
রাস্তা সেও নিঃস্ব তোমার কারনে।
প্রতিষ্ঠা চাও চাঁদের আলোয় লেখা
তোমার অপূর্ণ কবিতা।