মনে রেখো আমায় যখন আমি চলে যাবো
তোমার থেকে দুরে বহুদূরে।
যেখানে রয়েছে শুধু নৈঃশব্দের ভুমি।
কথা যখন বলবে না আর কি হবে
নিত্য বেদনাভার বয়ে।
আমার স্বপ্নেরা সব মিলিয়ে যাবে
কুশায়ার মত দূর নীলিমায়।
যদি দুঃখ দিয়ে থাকি তোমায় ভুল করে
ক্ষমা করে দিও অনাগত ভেবে।
আমাকে মনে রেখে দুঃখ পাওয়ার চেয়ে
ভুলে যেও সেই হবে শ্রেয়তর।
গোধূলিবেলায় স্বপ্ন যা দেখতাম দিবারাত
শ্বাশত যা উদয় অস্তহীন হয়ত যা রবে
তোমার স্মৃতিতে, মুছে দিও কিম্বা বিস্মরণে
হবে লীন।
বৃষ্টির ছোঁয়া পাব না আর অনুভবে।
পড়বে না আর শিশিরে ভেজা তোমার
চরন চিহ্ন আমার দুয়ারে।
উঠবে না আর পাখীর কলতান
এই তরু ছায়া তলে।
জানি স্বপ্ন আর কবিতার তুমি এক অনন্ত
উৎস ছিলে। তোমার কাছেই খুঁজেছিলাম
জীবনের শেষ পরম ব্যাঞ্জনা।
অপেক্ষা করে আছি অনন্তকাল—
জীবনের সব জরাব্যাধিজ্বালা ভুলে
ফুটেছিল ফুল আমার এই দগ্ধ বনে।
তোমাকে পাওয়ার ব্যাকুলতা নিয়ে
তুমিহীন শুধু বেঁচে থাকা।
মনে রেখো আমায় যখন আমি চলে যাবো
তোমার থেকে দুরে বহুদূরে।