জন্মের পরে মেঘেরা কি জেনেছে-
তোমার বন্ধ চোখের পাতায় উড়ে আসে
তৃষ্ণা ভেজা মেঘলা দুপুর।
হেমন্তের দুপুরে মূর্ছিত আমি
তোমার দুচোখের মুগ্ধনীলিমার ঘায়ে।
আমার ওষ্ঠে তৃষ্ণা জাগে
তোমার চোখের পেলবতা ছুঁয়ে।
তৃষ্ণা কি জানে তৃপ্তিহীন কতখানি গেলে
মনের কাতরতা গলে তোমার চোখে কাজল পরাবে।
কি জানি কি ভেবে আমি এঁকেছিলাম
তোমার ভ্রূর মধ্যে আমার তৃতীয় নয়ন।
আমার স্নায়ুতে ওঠে প্রবল ঢেউ।
লোমকুপে জ্বলে ওঠে অপ্রতিরোধ্য আগুন।
বার বার ছুটে আসি তোমার মুগ্ধতার কাছে।
হাঁটু মুড়ে বসে পড়ি –
অন্যমনে নিস্পন্দ ছবির মত
তোমাকেই কাছে টানি।
তোমার ব্যাকুলতা নিয়ে রাত জাগা পাখী
গেয়ে ওঠে অনাবিল জীবনের গান।
রোদের আঁচল ছুঁয়ে ঝরে পরে
তোমার দ্রাব্য অভিমান।