লুকিয়ে রেখো না তোমার উজ্জ্বল দু’চোখ
তোমার দ্যুতিতে দেখব আমি পৃথিবীর মুখ।
ভালোবাসা যে ছড়িয়ে আছে তোমার
হৃদয়ের সব গানে সবখানে।
স্তব্ধতার আড়ালে আমি শুনি তোমার গান।
অরণ্যের ভিতর বৃক্ষ ও বনানীর ফাঁকে
দেখি তোমার বিরহবিধুর আলোছায়া অবিকল।
আমি জেনেছি আকাশের কাছে
আমি জেনেছি তোমার গতিলুব্ধ মন।
শালের এই ঘন অরন্য রাতে বসে আছি
তোমার অপেক্ষায়—
তুমি আসলে বেরোব আমরা জোয়ারের টানে
নিঃশব্দে ভেসে যাবো জলে সমুদ্রাভিমুখী।
তুমি কি ঈষৎ বিহ্বল!
তোমার কি নেই কোন আহ্নিক গতির টান।
আমার এই ভাঙা মন তোমাকে দিয়েছি।
আমার রক্তাক্ত হৃদয় দিয়ে তোমার হৃদয় রাঙিয়েছি
আমরা কতবার ভেসে গেছি দারুচিনি দ্বীপে
শুয়ে শুয়ে দেখেছি আকাশে তারার হাতছানি।
তারার ভাষায় পেয়েছ কি মিল
প্রেম প্রবনতা খুঁজে ফেরা রাত।
হৃদয় ভিজেছে ঘামে, মন দেওয়া নেওয়া
শেষ হলে হার মানি আমি অবশেষে।
তোমার শরীর ছিল আমার কল্পনায়।
তুমি তাকে নিজেই এগিয়ে দিলে।
আমার ঠোঁট ছুঁয়ে তুমি মেপে ছিলে
পাতার কম্পন। তোমার ঠোঁটের কোনে এখনও
লেগে আছে সংগুপ্ত হাঁসি।