শেষ পর্যন্ত তুমি ভালবাসলে আমাকে নির্জনে।
আমার নির্জনতায় বার বার তোমাকে মনে পড়ে।
যেন এক ধরনের সংশ্রয় নির্ভরতা...
কত কাছের তুমি তাই না?
মেঘ ভাঙা জলে ভয়টুকু ছিল অতিরিক্ত
                 এবং অনিশ্চিত।
বাকিটুকু উতল নির্জন ছাড়া আর কি বা হবে?
উৎসুক চোখে উৎকণ্ঠাকে সঙ্গে নিয়ে
করি পায়চারি।
এভাবে কতদূর যাওয়া যেতে পারে
তোমার কাছে, তোমার স্বচ্ছন্দ তৃণভূমির চারিপাশে।
স্বচ্ছ জলের ঢেউয়ে তোমার সুর ভেসে আসে
নীরবে গভীর হৃদয়ে।
যে ভাবে নতুন পাতায় সেজে ওঠে গাছ
গাছের লক্ষ কুঁড়ির ডগায় আটকে থাকা
শিশিরের বিচ্ছুরিত আলো—
তুমি সাজিয়ে তুলো নিজেকে তেমনই।
সুন্দর অতীত দিনের স্বপ্ন দেখাও।
একদিন তোমার প্রেমের হৃদয়ে ছিল
উদাসী স্নিগ্ধতা।
আমার রূপসী আকাশে ফুটে ওঠো তুমি
অজানা কবিতার পঙক্তি হয়ে ।
স্বপ্নাবিষ্ট এক আলোছায়া নিঝুম প্রান্তরে—
তোমার কোমল হাতের স্পর্শে উন্মুখ হয়েছে মন।
এই মেঘ ছায়া পরিবেশে ভেসে ওঠে
মনে হৃদ কথা। তুমি ছুঁয়েছ অধর।
তুমি তো চেয়েছিলে মনে প্রানে এক অনুষঙ্গ সঙ্গম।