ইচ্ছে করে নদীর বুক থেকে জলে জলে
শব্দ তুলে রাখব তোমার লাজুক ঠোঁটে।
জন্মাবধি, আমার শীতল চোখ
তাপ নেবে তোমার চোখে।
ইচ্ছে করে আলবাট্রা পাখীর ডানায় ভর করে
তোমাকে নিয়ে উড়ে যায় মেঘের দেশে।
ইচ্ছে করে একদিন
আমরা মুখোমুখি বসে কথা বিনিময় করি,
কেবল আমরা একা একা।
পৌরুষের প্রেম দিয়ে সাজাব তোমায়
রক্তের বিনিময়ে।
মার্জিত রুচিবোধে বাঁচিয়ে রাখব
আমাদের একসাথে বেঁচে থাকার ইচ্ছাকে।
সময়ের উছল প্রবাহে জানি অতীতেরও ক্ষয় হয়।
তবুও শেষ বিকেলের আলোর মত থেকে যায়
সেই সব আত্মরতি সুখ, অপার্থিব অনুভব।
ইচ্ছে করে একদিন
রাঙামাটির পথে পথে তোমার সাথে হাঁটি
এই অস্ফুট অপরাহ্নে, হাল্কা কুয়াশার আবহে
মিশে যায় তোমার স্মৃতি
তোমার প্রেম পিপাসা, তোমার গ্রাম
তোমার আত্মসমর্পন...
ভাবতে ভাবতে পেরিয়ে আসি পঞ্চাশ বছর।