তোমার স্তব্ধতার পাশে জড়িয়ে আছে
        তোমার জীবন।
        অসংখ্য জন্ম,
        অসংখ্য মৃত্যু।
দৃষ্টির সীমানা পেরিয়ে তুমি অপলক চেয়ে দেখো
ক্ষণস্থায়ী এ জীবন...
কত যে অমূল্য, বেঁচে থাকার দুর্মর আকর্ষণ।
রৌদ্রের ঘ্রাণ নিয়ে বেঁচে থাকে এ জীবন।
অমোঘ ভালোবাসা বার্তার আশায়
কিছু নদী ও সাঁতারের দাগ বেঁকে যায়
স্তব্ধতার দিকে।
আমার ভুল আর ভুলের মাশুল তুলে রাখি কবিতায়।
রাত্রির গভীরতা ভেদ করে হেঁটে এসে দেখি
তোমাকে ছুঁতে গেলে লুপ্ত হয় কবিতার কিছু বানান।
আমার যাতনার চিলেকোঠায় তোমার ভাবনা অশেষ।
পাপ পুন্য বিচার আচার সে তো অনিমেষ।
মেঘ ঠেলে ঠেলে নৈসর্গিক রোদ ছুঁয়ে
বিভিন্ন ভাষায় অনুবাদ করি
তারাদের জ্বলে ওঠা, মধ্যে মধ্যে নিভে যাওয়া ক্ষণ।
আলোর গুঞ্জনে এসে দেখি
প্রতিদিন তোমার স্তব্ধতার পাশে
জেগে থাকে তোমার জাফরানী প্রেম।