মুখমণ্ডল মনে পড়ে না আর
শুধু রেখাচিত্র ফুটে ওঠে।
বাহু আর কোনের সমাহারে
      আমি মেপে জুকে দেখার চেষ্টা করি।
সরল রেখার ভাঁজে আকর্ষ দোল খায়
নিম্নাভিমুখী তুমি, ক্রমশই পাতালে ঠাণ্ডাতে
হও পাথরপ্রতিমা।
জীবনের আকর্ষণ বোধে সামান্য কি অদল বদল এনেছিলে?
যাকে তুমি পায়ে পায়ে অজ্ঞাতে পার হয়ে যাও।
আর ভাবো আহা পথ – রাজপথ এটাই বুঝি।


তোমার দৃষ্টিভ্রমে একলা দাঁড়াও আয়নার মুখোমুখি...
বিস্ময়ে বিস্ময়ে ভিজে, পুতুল পুতুল
সব স্থানাধিকারের চাঁদ ধূলো মাখা রাত।
তুমি ভাবো জীবনের মহাসন্ধির সংঘর্ষ
থামিয়ে দিতে পেরেছো।
থেমেছে কি তোমার এই বিরামহীন সংগ্রাম?
মরন মূর্ছনায় ভেঙে গেছ তুমি।
আর ভেঙে যাওয়ার নির্ঞ্জান থেকে
ফিরে পেতে চাও বাক্যস্রোত,
জর্জরিত শরীরের ক্ষত...
তোমার সংযমী চোখে শুধুই শোকের ছায়া।