কতবার বলেছি তোমায় কাছে এসো
বসো কাছে—
একলা একার সুখে আর কতদিন একা থাকা।
তোমার মুখে শব্দ নেই, চোখে নেই ভাষা
তোমার খর বুকে খেলা করে অনন্ত পিপাসা।
কৈশোরের নানান চেনা দৃশ্যাবলীর ক্লান্ত চাহনি
ঢেউ তুলে ফিরে যায় নিজস্ব ঠিকানায়।
না বলা কথারা বড় অভিমানী হয় -
আড়চোখে দ্যাখো আকাশের ভাসমান চাঁদ
উপেক্ষার জ্যোছনা ছড়ানো পথ।
মনে পড়ে সেই মুখ প্রগাঢ় শুন্যতা
মাঝরাতের বিষদাঁত কামড়ায় বক্ষতট।
কিসের এত মনখারাপ —
শব্দের হাত ধরে ধীরে ধীরে
তুমি ঢুকে এসো আমার অন্দরে।
ঠিক ঠাক পা ফেলে মফঃস্বল থেকে
ছুঁটে আসো তুমি শহরতলি –
সৃষ্টি সুখের উল্লাসে ভেসে ওঠে মনে
আকাঙ্ক্ষার ছবি।
তৈরি হয় জীবনের নির্দ্দিষ্ট দিনলিপি।
সব দ্বন্দ, সমাস যুক্তাক্ষর ভুলে
সৃষ্টি কর ভালোবাসার মসৃণ পথ।
শুধু সত্য আর ভালোবাসা সব জানে
কি কঠিন কি সরল সৃষ্টির মানে।  
শব্দের হাত ধরে সোজা চলে এসো
আমার অন্দরে।
একাকী এ হৃদয় হাঁটে সোনাঝুরির বনে।