কত শ্রমের পরতে পরতে গড়ে উঠেছে
এই ভালোবাসা।
সে কথা কি জানো। জানে আমাদের এই শহর।
একদিন তোমার গেরস্থালি উলটপালট
হয়ে ছিল মৃত ভালোবাসার পায়ের তলায়।
শুধু নিস্তব্ধতায় চরিত্র হয়ে উঠেছিলো,
ছল ছল চোখে কেবল আকাশ দেখেছো।
সূর্যের পথ চেয়ে বসে আছে
আধভেজা ঘাসফুল...
গাছের পাতায় চলকে রোদ নামে
তোমার ধুলো মাখা কান্নাময় বিছানায়।
এখানেই কি শেষ জীবন।
নাকি এখান থেকে শুরু জল রঙের জীবন।
ঘরবাড়ী, প্রেম,এই আশ্চর্য আলিঙ্গন
সবই কি মিথ্যা, সবই কি পরাধীন।
মনখারাপের দুপুর যে ভাবে
জ্বলে ওঠে তোমার মনে —
ঘৃনাও কি ভেতর ভেতর আগুন হয়?
ঘৃনা কি আকাশ রাঙাতে পারে
কিম্বা পাখীর ডানায় আদর!
তাহলে ছড়িয়ে দাও সুগন্ধ বাতাসে,
ছড়িয়ে দাও আকাশে আবির।