তোমার সকল দীনতার কাছে
   হাঁটু মুড়ে বসে আছি।
তোমার ভালোবাসা ব্যাকরণ জানে না
না আছে তাতে বসন্তের সমাগম।
তবুও তোমার প্রত্যাশার অঙ্গুলীহেলনে আমি ছিলাম
হ্যাঁ–মুখ প্রতীক্ষায়।
ফেলে আসি তোমার দ্বন্দভাঙা জীবন
ফেলে আসি ঘর্ষণে ঘর্ষণে বজ্রপাত।
রাত্রির আকাশ ভেঙে নেমে আসে জমাট বাঁধা প্রান্তর
তোমার ভালোবাসা শুধু দীনতা বাড়ায়
অতল ছোঁয় রাত্রির আকাশ।
অথচ একদিন তুমি আমায় সাজিয়েছিলে
তোমার সহজাত কবচ কুণ্ডলে।
আমার মাথার পিছনে যে জ্যোতির্বলয়
যাকে তুমি ভালোবাসা বল।
আশাবরী রাগিনীতে প্রথম যে আলাপ
তাকেও আমি ভালোবাসা বলি।
প্রেম বন্ধনের প্রতীকীতে হাত ধরে করা
তোমার যাবতীয় অঙ্গীকার- ফিরিয়ে নিতে চাও?
বিপথগমন তবে শুরু হোক আজ থেকেই....
কাকে পথ বলে আমার জানা নেই,
উত্তর চেয়ে না কোনোদিন।
বরং ফিরিয়ে নাও তোমার বর্ম হয়ে জেগে থাকা আত্মজিজ্ঞাসা।
তূণীর থেকে সব বাণ যা একদিন প্রতিরোধ
গড়েছিল তোমার দিকে ধেয়ে আসা অনেক মারনাস্ত্র।
তোমার বন্ধুত্বে হেঁটে হেঁটে আমি চেয়েছিলাম
বারমাস বৃষ্টি বসন্ত, সবুজ বিপ্লব। একা নই একা নই,
তোমার সাথে দীর্ঘতার জীবন যাপন...