আমাকে প্রশ্রয় দিও না
তোমার প্রিয় প্রশ্রয়ের কাছে
নিজেকে মেলে ধরেছি যতবার
শ্রান্তি সন্ধ্যার কাছে তোমার নির্বাক সমর্পণ।
মনে হয় অনুভবে
নীড় খোঁজ তুমি শব্দহীন আনমনে।
শ্যামলবরনী আজও সে অভিসার—
আমার কথা বলার অলক্ষ্যে
তুমি আসো আমার পাশে।
যে নিয়মে ফুল ফোটে গাছে,
ফল ধরে বনে উপবনে
তেমনই আমি ভালোবাসি তোমায়।
আলো ছায়ার চিত্রকলায় এগিয়ে যাও
নদীর প্লাবনের মত তোমার মনে আসে
জোয়ারের টান।
দগ্ধ হৃদয়ে পর্যদুস্ত দিশেহারা গৃহকাজ।
সুখের উচ্ছাসে আর বেদনায় আহত হওয়া
সময়গুলো এখনও দীর্ঘশ্বাস ছাড়ে...
শুধু তোমার কাছে হারব বলে
আমি তোমার প্রশ্রয়ের অপেক্ষায় থাকি।