আমি ফিরব তোমার কাছে
তোমার এই ভিড়ের শহরে, হট্টগোলে, মিছিলের মাঝে।
তুমি অপেক্ষা করে থেকো ভুবনডাঙ্গার মাঠে।
অপেক্ষা করো কবি, আমি ফিরব তোমার ভালোবাসায়।
তোমার স্মৃতি দগ্ধ করে কবি, মাঝ রাতে শরীর কাঁপে
জীবনের ডালপালা থেকে  বয়স খসেছে পড়ে
তোমার চোখে চোখ রেখে বুঝেছি প্রেম এসেছে জীবনে
একি আর কোন বাধ মানে।
শ্রাবনের বৃষ্টি কি ধরে রেখেছিল আমার ভাবনাগুলো?
শুধু ক্ষান্তবর্ষণ মেঘের মত
অপ্রাপ্তির মনবেদনা জমেছিল হৃদয়ে।
তুমিই কবিবন্ধু দিয়েছিলে আমায় সম্মান
শীত শেষে আবিরে রাঙানো মাস
তুমিই রাঙিয়েছিলে আমায়
আমি ঠিক ফিরব তোমার দাওয়ায়।
বকুল শাখায় দুলে উঠেছিল চাঁদ
আমার চোখের লোর দেখতে দেই নি কিছুই।
শুধু রক্তমাখা বেণী দুলিয়ে আমি
ডুবেছিলাম তোমার ভালোবাসায়।
গাছের মত সরল শাখা বিছিয়ে তুমি আছো আমার জীবনে।
আমার বুকের নির্জনতা জানে সে কথা।
আমার প্রতিটি কোষ ভেঙে বৃষ্টির রক্তিম
উদ্দাম নিয়ে আমি ফিরে আসব...
ফিরে আসব তোমার কাছ...