আমার মত...
তোমারও কি  ইচ্ছা করে ভালোবাসতে
এই ফাগুনে।
তাহলে দেখো তোমার এই শহরে
ফুলের গল্প সেখান থেকেই শুরু হবে।
কান পেতে শোন কবি ওই দুরে শোনা যায়
পাতাঝারার গান।
স্বতোৎসারের দিনে
আমাদেরও শপথ ছিল
বহমান নদীর মত আমাদেরও জীবনে বয়ে
যাবে শত ফল্গুধারা।
ফুলে ফুলে সাজাব বাগান
সবুজে সবুজে ভরা ক্ষেত
ভাঙাচোরা আলপথে হেঁটে যাবো সুগভীর দুরে।
গ্রামে গ্রামে ঘুরে নিজ কণ্ঠে তুলে নেব
সরলমতি মানুষের গান।
প্রানের অনুতে অনুতে কাঁপন ধরে
তোমাকে দেখার সেই প্রথম রাত।
সেই নীরব উল্লাস আর প্রিয় কৌতুহল।
এসো কাছে হাতে হাত রাখো
এই নরম রোদের আঁচে মুখোমুখি বসি দু’জনায়।
কাটাই ভালেন্টাইন্স ডে-র সুস্থ সকাল।
তোমার মধ্যে দেখি মুক্তির আনন্দ,
তোমার মধ্যে দেখতে পাই আমার ইচ্ছা পুরনের হাঁসি।
তাই অপূর্ণতা ভেঙে হেঁটে যাই পুর্নতার দিকে।
তোমার মধ্যেই খুঁজি আমার দস্যিবেলা।
ঘরে একা, আমি একা তোমার উষ্ণতা শুন্য,
জেগে জেগে রাত ঘন করি, বাড়ে সময়ের গভীরতা।
একাকী প্রহর কাটে কামাতুর যৌবন।
তোমার প্রতিকৃতি আঁকি নানা রঙে দীর্ঘ ক্যানভাসে।
তোমার কামনায় কাটে দীর্ঘ নীল নীরবতা।
যদি আমার কপালে রাখো হাত,
ঘুমের কাজল যদি এঁকে দাও ক্লান্ত দুই চোখে।
তাহলে তোমার আমার প্রত্যেকটা দিন হোক
ভালেন্টাইন্স ডে।
দিগন্তে দিগন্তে ছুঁয়ে যাক এই ভাসমান বসন্ত উৎসব।
বিমূর্ত ছবির মত গেঁথে থাক আমার মনে...