তুমি কি আমাকে ততটাই চাও
যতটা আমি চেয়েছিলাম তোমায়।
রৌদ্র কিরন ছাড়া দিতে পারনি কিছুই
মেঘে মেঘে থেকেছো আত্মলীন।
তোমাকে আমি পাই নি কাছে
আমার ধূসর জিজ্ঞাসাগুলো তোমাকে ঘিরে
করে প্রদক্ষিণ—
আমার প্রতিরুপ তোমার সঙ্গে জুড়ে দিতে চেয়েছি
নির্মাণ চেয়েছি যা তুমি পারনি করতে জীবনে
সেই সব স্বপ্ন পুরনের সাধ।
তোমার বিষণ্ণতার প্রাচীর ভেঙে দিতে চেয়েছি
তোমার ভিতর প্রনয় শব্দ।
নারী যন্ত্রণার বিপুল একাকীত্ব নিয়ে
আমি খুঁজে নিয়েছি সহবাসহীন রাতের পৃথিবী।
তোমার অনন্তলীন আকাশ মুকুরে যে অনিবার
ছড়াও ক্ষণিক বিভা,
তোমার সেই স্বপ্নের অপেক্ষায় রয়েছি
এই অতল নিবিড় অন্ধকারে।
আমার জন্য এবার কি তুমি তুলে ধরবে না
তোমার চোখের আলো।
পারবে না আমার দিকে তোমার আগ্রাসী দুহাত বাড়িয়ে দিতে।
তুমি আমার অশ্রুচিহ্নের আড়ালে-অরন্য ফুলের কেতকী।