নির্জন নিরালায় দাঁড়িয়ে
রক্তিম সূর্যের হাতছানিতে
ছুটে গেলাম-
কি জানি কাকে পাওয়ার আশায়!
পলাশ ফুলের গন্ধে
নির্জন বনানীতে
নিজেকে হারিয়ে দিলাম
কি জানি কার ইশারায়।
আরও একটু ছুটে গেলাম
নির্জন শাল বনের পথ ধরে
বন্ধুর পথ অতিক্রম করে
দেখলাম—
শুচিশুভ্র পাহাড়ের নীচে
ফুল বাগানের মাঝে
এক পরমা সুন্দরী
নিতম্ব স্পর্শী কেশরাশি তার
লুটিয়ে পড়েছে।
ভাবলাম হায়, কেন আমি ছুটে এলাম
কার ইশারায়
অচেনা কোন সুন্দরীর মায়ায়।