ত্রস্ত পথচারীর মত ছুটে চলো একা
অনিবার্য একটা আশ্রয় খোঁজো দোকানের লৌকিক ভিড়ে।
তোমার গেরস্থ উঠোন জুড়ে উঠেছিল
তছনছ করা মিশকালো ঝড়।
লণ্ডভণ্ড হয়েছে তোমার প্রাত্যহিক জীবন।
পিছনে কি রয়ে গেল আরও অন্ধকার দিন?
দিন যায় রাত আসে, মেঘে মেঘে ঘর্ষণ লেগে বিদ্যুৎ জ্বলে
সে বিদ্যুৎ তোমার কোন কাজে লাগে না, শুধু চমকায়।
সময়ের প্রতি কনায় লেগে আছে তোমার ভয়।
হতে পারে তার চেয়েও বেশি ভয় যাপন যুদ্ধে, বোধহয়।
মনের মধ্যে কিসের যেন একটা খামতি অসঙ্গতি
থেকে যায়। পায়ে পায়ে জড়ান
নিঝুম বিষণ্ণতার ছাপ হারিয়ে যায় পথের বাঁকে।
নিজের জানালা থেকে
শুন্য করতল পেতে রাখো, আর ভাবো
যদি নামে বৃষ্টি , ধুয়ে যাবে তোমার সমস্ত তামস।
আকাশের দিকে তাকিয়ে দ্যাখো তার গম্ভীর আনন।
স্বপ্ন ভেসে যায় তোমার গাছের পাতায়
ভাঙতে ভাঙতে টুকরো হয়ে ছড়িয়ে যায়
সময়ের চোরাস্রোত।
ফড়িঙের স্বচ্ছ ডানার উপর লিখে রাখো
কুয়াশা মাখা ভালোবাসার গান...