এই পথে যে হেঁটে গেছে তাকে আমি চিনি
সে ছিল আবেগে অপূর্ণ থাকার প্রচ্ছন্ন দীর্ঘশ্বাস।
ভোরের উঠোনে দেখি তার অস্পষ্ট পায়ের চিহ্ন
দেখেছি অশ্রু জমে আছে তার বুকের অন্তরালে।
এই পথে চেয়ে দেখি তার মায়াবী কাজল রেখা
ভেসে ওঠে মুগ্ধ রৌদ্র ছায়া।
এই পথে দেখি জীবনভোর গহন মেঘ ছায়াবনে
ফুটে ওঠে জোছনা আলোর কোলাহল।
আমার সারা শরীর বেয়ে জড়িয়ে ওঠা মাধবীলতা যেন।
ভালোবেসে আমি আজ জীবনের থেকে পলাতক
তবুও কি রক্তে রক্তে ওষ্ঠ ভেঙে পড়ে?
নিঃশ্বাসের স্রোতে ওঠে  অনন্ত তুফান
চন্দ্রপম তার সেই বিধুর মুখের আকর্ষণ।
স্বপ্ন ঠোঁটে নিয়ে উড়ে আসে কোন অচিন পাখী
আজও আমি তার স্বপ্নকে বুকে বাঁচিয়ে রাখি
জন্ম জন্মান্তর ধরে কাঙাল প্রেমিক আমি
আমার পুরুষ বুকের গভীরে
হেঁটে যায় প্রানের ঈশ্বরী...