এক টুকরো সান্নিধ্য পেয়ে মৌতাত হয়েছি কখনও সখনও
অনুভর করেছি তোমার ভালোবাসা।
কেননা সান্নিধ্য কোন নষ্ট সংকেত নয়।
এ প্রশ্ন যদি আগুন হয়
তাহলে  আগুনের প্রস্তুতিতে হোক না আনন্দধ্বনি
বার্তা বিনিময় চলুক গোপনে গোপনে।
কানে কানে ছড়িয়ে দাও এই ইস্তেহার।
ক্ষয়ে যাওয়া বাড়ীর কার্নিশ থেকে শুরু হোক
ফাগুনের এই আগুন উৎসব।
আজও দেখি বসন্ত জেগেছে তোমার দ্বারে,
অন্তরমহলে কিসের এত বিহ্বলতা?
প্রলম্বিত হয় তোমার প্রণয়ের দীর্ঘছায়া।
অনন্ত গোধূলির রক্ত রঙে কেঁপেছে তোমার ঠোঁট বারবার।
অঝোরে বৃষ্টি।
যেন বৃষ্টির ফোঁটা তোমার কানের মুক্তো...
বৃষ্টির এই এলোমেলো ঝড়ে ছিন্ন ভিন্ন আমাদের ভালোবাসা জীবন।
উথাল পাথাল আমাদের প্রেম।
তুমি বলেছিলে যা রয়েছে তার থেকে দেব অধিক
তুমি আঁচল পেতো দেব সব ফসলের ঘ্রাণ
রামধনুর রঙ, গোধূলি বেলার শঙ্খ
সাজিয়ে দেব গোপন অহংকারে..