বৃষ্টিতে ধুয়ে যাওয়া ঝাপসা চোখের জলে
অসহ্য দমফাটা গুমোট জলভরা মেঘ খেলা করে
তোমার উঠোনে।
তুমি খুঁজো অবিরাম আলো-জল-মাটির পৃথিবী।
আকার সাকার নাকি নিরাকার কিছুই স্পষ্ট নয়
তোমার কাছে—
বেসামাল তুমি নিজের স্থানাঙ্ক নির্মাণে।
তবুও তো দিন আসে দিন যায়
আবছা কুয়াশা ধরে সন্ধ্যা নামে আরও একবার
তোমার নদীতে জেগে ওঠে প্রবল স্রোত।
ব্রহ্মাণ্ড স্পর্শ করতে চায় তোমার মথ জীবন।
তুমি কি জানো স্তব্ধবাক্ সরীসৃপে আছে পতঙ্গের দ্বিধা আর ভয়।
অরক্ষিত ছোঁয়া জীবনের মিথ্যে গুলো নিয়ে
আর কত বেঁচে থাকবে নিস্ফলতা, অন্ধকার নিয়ে।
বলেছি তোমায় যে প্রেম এসেছে জীবনে
তাকে স্বাগত জানাও, জীবনে সাফল্য পেতে স্বপ্ন রেখো নিজের মনে।
কঠিন পরিশ্রমে বিদ্রোহ কেন মনে?
ঈশ্বরের বিধান সকলে নয় সাফল্য পায় গুটিকয় জনে।
তোমার দিগন্তে মুগ্ধ হবে তুমি, প্রেমের সৌরভে।
যে তোমাকে ভালোবাসে তোমার থেকে অধিক
দিও তার দাম অনন্ত ভালোবেসে। চিনে নাও তাকে
নিজের মনের বিশ্বাসে।