নিজের পক্ষে কিছু বলার দিন এসে গেল বোধহয়
পথে ঘাটে দুর্নাম ছড়ায়
মুখঢাকা নিন্দুকের দল।
ফন্দি আঁটা মনে ভালোবাসার ছল।
তবুও আমি নিজের পক্ষে থেকে যাব।


কেন অন্ধকার শুধু বেড়ে চলে মনে?
দিনবসানে ঘরে ফিরে দেখি
ওৎ পেতে আছি পরিজন একি।
ও চাঁদ তুমি সামলে নিও
তোমারও তো কলঙ্ক আছে –
তাই নিয়ে তুমি জ্যোৎস্না ছড়িয়ে
অবিরাম মৃত্যুর দিকে এগিয়ে যাও প্রতিদিন।
মৃত্যুর দিকে এগিয়ে গেলেও নিজের পক্ষেই থেকে যাব।

নিজের পক্ষে বলতে চেয়ে –
শুধু ভুলগুলো, অতৃপ্তি সব, যত আঘাতগুলো চোখে পড়ে।
যে সুখ পেতে মজা করেছিলাম বন্ধুর সাথে
সে জীবন আমি বেছে নিই নি কোনোদিন
সেই আয়ুকালটুকু একটা ভয়ংকর বিনাশী ঝড় নিয়ে আসে।
সকলের সামনে আমি বিবস্ত্র হই।
যত বলি আমি করিনি কোন পাপ
কে বুঝবে আমার কথা!
সকলে বুঝে গেছে আমি অবৈধ প্রেমিক।
চাঁদের মত ক্ষয়ে যেতে যেতে অন্ধকার নেমে আসে জীবনে
তবুও আমি নিজের পক্ষেই থেকে যাব...