আমার অনাথ শরীরে শুধুই শুন্যতা
যার স্তবকে স্তবকে মোড়া জর্জরিত ভালোবাসার ছাপ।
জখম প্রণয়ের পাশে জ্বলে জ্বলে শেষ হয়ে যায়
শিমুল পলাশের রঙ।
আমার কবিতার শব্দেরা শেষ হয়ে যায় বাক্যের কাছাকাছি এসে।
তবুও মনে হয় যেন আগের মত হিসেব করে
আর চলতে পারিনা।
সব কিছু ঠিকঠাক, গোছগাছ করে রেখে চলে যেতে পারব না।
অন্ধকার জীবনে আমার কামনা ক্লান্ত প্রেম হারিয়ে যায়।
কেউ কি ভেবেছিল আমার গোপন বাসনা
একদিন একান্তে নিজস্ব হয়ে উঠবে?
তুমিও কি চেয়েছিলে তোমার এপার্টমেন্টের দেওয়ালকে
নগ্ন প্ররোচনায় খাজুরাহ করে তুলবে।
মনে রেখো কামনা-বাসনাগুলো কোনোদিন ধুলোয় মলিন হবে না।
এমন নিয়ম পৃথিবীতে নেই।


চলে যাওয়ার আগে ঠিক কতটা প্রনয় দিয়ে যেতে পারব
কতটা পাওনাগণ্ডা বুঝে নিতে পারবে তোমার অপ্রমত্ত মেধা।
সময়ের সাথে বয়ে যাওয়া উপভোগ..
আর ভেবে লাভ নেই।
অন্ধকারের শিকার আমি। কারও কাছে কবচ ভিক্ষা করে
চলে যাবো একদিন।
জীবনের শেষটা কি কেউ জানে?
মন বার বার ফিরে যেতে চাই ফেলে আসা জীবনের দিকে।
সব কিছু কি ঠিকঠাক আছে? হিসেব মেলে না আর...