কি অতুলনীয় গম্ভীর আর ছায়া সুনিবিড় পথ
পায়ে পায়ে পেরিয়ে আসা অনেকটা পথ
কেমন করে কাটাও তুমি ক্লান্তিতে স্থবির হয়ে যাওয়া দিন।
পথের ধারে বটবৃক্ষের মত আশ্রম।
যার ডালে খেলা করে দুষ্টু কাঠবেড়ালী,
আর বৃষ্টি ভেজা পাতার ফাঁকে মৌটুসি পাখির গান।
লক্ষ্যহীন পতন শেষে
বার বার ভেঙে যাওয়া স্বপ্ন বুনন –
আজও বুঝতে পারো না
তোমার পথের শেষ কোথায়, শেষহীন পথের শুরু।
পরিবর্তনের ঝড়ঝাপটা সইতে সইতে
আজ তুমি সর্বংসহা।
যে মন তোমার প্রেম চেয়েছিল
তোমার শরীর সাড়া দিতে পারে নি।
তোমার শরীরে ছিল আত্মহারা উদাসীনতা।
রাধা রূপান্তরিত কৃষ্ণের মত,
অথবা আকাশ ও দিগন্তের মত, মিশে ছিল কি তোমার দেহমন?
তুমি কি পেয়েছিলে কোনোদিন
আত্মবিস্মৃতির দ্বৈততায় আত্মকামীর আনন্দ?
শুধু উদাস চোখে দেখো বার্ধক্যের ছায়া।