আমরা কেউ কারও দিকে যেতে পারি না
শুধু শিশিরে শিশিরে ভিজেছে দুচোখ।
আমি তো চেয়েছিলাম আবিরে আবিরে রাঙিয়ে দিতে তোমায়।
বসন্তের রুদ্রপলাশ ছড়িয়ে দিক রঙ আমাদের ভালোবাসায়।
বার বার মনে হয় ছুটে আসি তোমার বাড়ি
তোমার মধ্যে দেখি আবিশাগের আগুন।
সেই আগুন শিখায় আমি পুড়ে মরি।
পথে পথে ছড়িয়ে দাও ব্যথিত বকুল
আলো ছড়ানো সাঁঝে শুনি তোমার শঙ্খধ্বনি
সেইসব মুখরিত কোলাহল প্রার্থনা।
মনে হয় তুমি দাঁড়িয়ে আছো তোমার সদর দরজায়
আমি আজও পাই তোমার শরীরের ভাঁজে কামিনীর ঘ্রাণ।
উঁকি দেয় মনে যত কামনা বাসনা।
আবছা অন্ধকারে তোমার নরম বুকে মুখ রাখি
নিভৃত গোপনে পরামুখ ভগ্ন হৃদয় মর্মরে
আমার কথামানবী জেগে ওঠে ভালোবাসার অহংকারে।
তোমার স্পর্শে জেগে ওঠে আমার ইন্দ্রিয়।
যেন বাকল সরিয়ে ঘুমোতে যাওয়া গাছ
জেগে ওঠে নাছোড় হাওয়ায় উড়ে আসা
মেঘেদের দাপাদাপি।
উড়িয়ে তোমার বৃষ্টি ভেজা শাড়ী।
ঊরুর ফাঁকে আঁকি আমার মরন যন্ত্রণার ছবি...