ভালোবাসা অবিশ্বাস নিয়ে তোমাতে আমাতে
আলো খুঁজি রাতের অন্ধকারে।
বাক্যালাপ শেষে সম্পর্কের বন্ধন ছিঁড়ে
ভালোবাসার বাতায়নে জন্ম নেয় ঘৃণার কাঁটাগাছ।
সব রাত অন্ধকার হয় না
অন্ধকার কোনোদিন দিনের সঙ্গে মেশে না।
রাত বাড়ে যেমন তোমার ঘৃণাও বাড়ে মনের মাঝে।
নীরবতার চাদর সরিয়ে দেখি তোমার আঙিনায় -
অনায়াসে প্রশংসা কুড়াও।
যে বেশে দাঁড়িয়ে ঘৃণা তোমার কাছে স্বার্থকতা পায়।
আমি সেই সাধন মার্গে হেঁটে প্রতিদিন ধ্যানযোগ করি।
ভালো লোক বলবে কাকে,আমাকে কি ভালো লোক বলা যায়?
একটু আগেও যাকে আপন মনে করেছিলে
যার আশ্রয়ে নিজেকে সঁপে দিয়েছিলে।
কখনও ভাবো নি সে দ্বিরাগমন করে!
যেন কোন অঞ্জাত ক্রীতদাসের অপ্রকাশিত ইতিহাস।
শাসিয়ে গেছে সারা জীবন টুকিটাকি সংসারটাকে।
আকাশের চাঁদ তার সবটুকু কালো দাগ নিয়ে
হেঁটে গেছে পায়ে পায়ে।
ঘৃণাও একদিন ক্লান্তিহীন উপচে পড়ে
ভাঙা স্বপ্নে আর নির্জন নিস্তব্ধতায়।
সেইসব ঘৃণা স্তরভেদে বেড়ে যায়
কখনও ডিমলাইটে, কখনও জ্যোৎস্নায়, কখনও বৃষ্টিপাতে...