এই তো আমি আছি বেশ আমার বিধৃত যৌবনে
সূর্য মাপা প্রহরের আলো অন্ধকারে
সহস্র অঙ্গীকার পালনের নির্লজ্জতা
বার বার আমাকে বিমর্ষ করে –
তোমার চোখে ছিল পূর্ণিমার টলোমলো জোয়ার
আলোচোর মেয়েদের মত তুমিও বেসেছিলে ভালো
ভালোবাসায় কি ছিল কোন মোহ, নাকি ছিল কোন মুক্তির অবকাশ?
তোমার আকাশ ছিল, কিন্তু ডানা মেলে ওড়ার কোন বিস্তার ছিল না।
ছিল না তোমার ভালোবাসায় অরন্য কাঁপানো অন্ধ ঝড়ের তীব্র উচ্চারণ?
আলোর বিকিরন শেষ হলে পড়ে থাকে শুধু গাঢ় অন্ধকার।
কথা দিয়ে যারা কথা রাখে না
তাদের বাসনা বন্দি থাকে আদিম গুহায়।
পাতা ঝরা জল ছুঁয়ে যদি আসে নিমন্ত্রন
এই অমোঘ আমন্ত্রন যাবে না এড়ানো
তোমার অভিমানী অন্ধকার চোখে নেমে আসে দারুন আষাঢ়।
সময়ের সাথে পাল্টে যায় তোমার বহতা বিরামহীন জীবন।
মনের ফ্রেমহীন জানালায় চোখ রেখে দেখো
কড়া নাড়ে তোমার প্রেমিক বাহির দরজায়।
স্নেহ মায়া মমতাই প্রেমের আঁধার।
পৌষের রাতে তাই তুমি উৎসব খুঁজো।