পথ চলা ঢের আছে বাকি
সময় ফুরিয়ে আসছে পশ্চিমের বাঁকে।
আমার ছিল না কোন মাটির পুতুল
শুধু বজ্র দিয়ে গড়া তোমার বিগ্রহ।
পথের কাঙাল আমি বাজিয়েছিলে ঢোলে,
কি একটা গান নবান্নে না দোলে।
যৌবন ফুরালো যখন, ছুঁটে আসে কালো মেঘ জীবনের বাঁকে।
যা জীবনই নয় তার জন্য এত শোক সভা কেন?
কেন এরা এত কাঁদুনি গায়?
অনেকটা রোদ জল ঝড়ে, পথ হেঁটে রক্ত লাল পায়ে
আজ দেখি আমাদের চারিপাশে প্রতিবাদী মুখ।
বিধ্বংসী রাস্তায় নেমে নেচে যায় উগ্র হাওয়া।
চিনে নেব বলে এই শহরের রাজপথে একদিন
কুড়িয়ে নিয়েছিলুম তোমায়।
এরা কি জানে আমাদের যেতে হবে অনেকটা দূর।
তবু যদি ভাবো আর কোথাও যাবো না আমরা,
তাহলে আরও একটু থাকো। হাতে হাত রেখে বোঝাও —
ঈর্ষাকাতর এই সব সুজনদের মুখ ম্লান করে দিতে।
তারপর চলো
ধরতে হবে মহাকালের ট্রেন।
আমাদের অসমাপ্ত জীবনের অনেক কাজ বাকি পড়ে আছে?